ব্যবসায়ীদের সহযোগিতা ছাড়া সরকার একা মূল্যস্ফীতি কমাতে পারবে না: অর্থ উপদেষ্টা

ড. সালেহউদ্দিন আহমেদ
ড. সালেহউদ্দিন আহমেদ | ছবি : সংগৃহীত
0

দেশের ব্যবসায়ীদের সহযোগিতা ছাড়া সরকারের একার পক্ষে মূল্যস্ফীতি কমানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আজ (শনিবার, ১০ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্যভিত্তিক গবেষণা গ্রন্থ ব্যাংকিং অ্যালমানাকের সপ্তম সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ব্যবসায়ীদের সহযোগিতা ছাড়া সরকারের একার পক্ষে মূল্যস্ফীতি কমানো সম্ভব নয়।’

অর্থ উপদেষ্টা বলেন, ‘ব্যাংকিং খাত এখন তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও সুদের হার এখনই কমানো সহজ নয়।’ দ্রুত দেশকে এগিয়ে নেওয়াই বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও জানান।

অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, ‘অর্থনৈতিক স্বস্তি এখনো আসেনি। এজন্য অর্থনৈতিক সুশাসন নিশ্চিত করা জরুরি।’

বিশ্লেষকরা বলেন, ‘অর্থনৈতিক স্বস্তি ফেরাতে আগামী সরকারকে সব ক্ষেত্রে কার্যকর নজরদারি ও অংশীজনদের সঙ্গে নিয়মিত আলোচনায় যেতে হবে।’

এএইচ