রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানি শুরু

আপিল শুনানি
আপিল শুনানি | ছবি: এখন টিভি
1

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিল আবেদনের শুনানি শুরু হয়েছে। আজ (শনিবার, ১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এ শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

শুনানির আগে থেকেই প্রার্থীরা তাদের আইনজীবীদের নিয়ে হাজির হয়েছেন। নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, এক প্রার্থীর সঙ্গে দুইজন করে শুনানি কক্ষে প্রবেশ করতে পারবেন।

শুনানিতে উপস্থিত আছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য নির্বাচন কমিশনাররা। শুনানির প্রথম দিনে আপিল নম্বর অনুযায়ী ১ থেকে ৭০ নাম্বার পর্যন্ত।

আরও পড়ুন:

শুনানি শেষে আপিলের ফলাফল মনিটরে প্রদর্শন করা হবে এবং সংশ্লিষ্টদের ই-মেইলে রায়ের পিডিএফ কপি পাঠানো হবে। এছাড়া নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে রায়ের অনুলিপি সংগ্রহ করা যাবে।

১০ থেকে ১২ জানুয়ারির শুনানির রায় ১২ জানুয়ারি। এ শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।

এসএস