সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী, আদালত পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত পাবনার এ দুটি আসনে নির্বাচন কার্যক্রম আপাতত বন্ধ থাকবে।
আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের আদেশের প্রেক্ষিতে পাবনা ১ ও ২ আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। কোন পর্যন্ত? আদালত পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত।’
আরও পড়ুন:
হাইকোর্টের রায়ের পর পাবনা-১ ও পাবনা-২ আসনে আগের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশন গত ২৪ ডিসেম্বর যে সংশোধিত বিজ্ঞপ্তি দিয়েছিল, গত ৫ জানুয়ারি আপিল বিভাগ সেই অংশটুকু স্থগিত করে দেয়।
এদিকে, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের শেষ দিন আজ (শুক্রবার, ৯ জানুয়ারি)। সকাল থেকে নির্বাচন কমিশনে প্রার্থীদের পক্ষে-বিপক্ষে আপিল কার্যক্রম শুরু হয়েছে।





