তিনি আগামীকাল (বুধবার, ৩১ ডিসেম্বর) ঢাকায় পৌঁছাবেন বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজ (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) সন্ধ্যায় এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
জয়শঙ্কর ছাড়াও আগামীকাল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ও শ্রদ্ধা জানাতে আসবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপের একজন মন্ত্রীও ঢাকায় আসবেন।
আরও পড়ুন:
খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের মিশন, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন গভীর শোক প্রকাশ করেছে। বিদেশি মিশনগুলো তাদের ফেসবুক পেজেও সাবেক এ প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছে।
খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়া আগামীকাল সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
প্রসঙ্গত, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন খালেদা জিয়া। আগামীকাল দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।





