সূত্রটি জানায়, খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ইসহাক দার বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় আসবেন। সফরকালে তিনি আনুষ্ঠানিকভাবে জানাজায় অংশ নেবেন এবং শ্রদ্ধা নিবেদন করবেন।
এর আগে সকালে ইসহাক দার খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক্সে দেয়া এক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি। বার্তায় ইসহাক দার খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বাংলাদেশের জনগণের প্রতি খালেদা জিয়ার আজীবন ত্যাগ এবং দেশের সমৃদ্ধি ও উন্নয়নে অবদানের কথাও স্মরণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক টুইটে এ শোক জানান শাহবাজ শরিফ।





