সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তা চাকরিচ্যুত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়
স্বরাষ্ট্র মন্ত্রণালয় | ছবি: এখন টিভি
0

বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪১তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে। তবে কেন তাদের অপসারণ করা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

আজ (রোববার, ২৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

অপসারণ হওয়া শিক্ষানবিশ ৬ সহকারী পুলিশ সুপার হচ্ছেন- মো. দেলোয়ার হোসেন, মাহমুদুল হক, মো. ইসহাক হোসেন, মো. মশিউর সহমান, মুহাম্মদ রাকিব আনোয়ার ও সাঈদ করিম মুগ্ধ।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১ এর বিধি ৬ (২) (এ) মোতাবেক সরকারি চাকরি থেকে অপসারণ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।

এএইচ