তারেক রহমানের সংবর্ধনাস্থল ৩০০ ফিটে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছে বিএনপি

পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে
পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে | ছবি: এখন টিভি
0

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনাস্থল ৩০০ ফিটে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। ঢাকা উত্তর সিটি করপোরেশন, বিএনপির নেতাকর্মী ও ৩০০ পরিচ্ছন্নতা কর্মীরা জমে থাকা আবর্জনা সরিয়ে নিচ্ছেন।

আজ (শুক্রবার, ২৬ ডিসেম্বর) সকালে তারেক রহমানের আগমন উপলক্ষে তৈরি মঞ্চের সামনে থেকে জমে থাকা আবর্জনা সরানো শুরু করা হয়।

আরও পড়ুন:

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক পরিচ্ছন্নতা কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন। দ্রুত ময়লা আবর্জনা সরিয়ে নিতে ১৬টি ট্রাক ভাড়া করা হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩০০ পরিচ্ছন্নতাকর্মী আনা হয়েছে।

এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরাও কাজ করছেন। লাখো মানুষের জনসভার কারণে রাস্তার পাশে থাকা ক্ষতিগ্রস্ত গাছের স্থলে নতুন করে গাছ রোপণ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

এফএস