সংবর্ধনাস্থলে তারেক রহমান

তারেক রহমানের সংবর্ধনাস্থলে জনস্রোত
তারেক রহমানের সংবর্ধনাস্থলে জনস্রোত | ছবি: এখন টিভি
0

নেতাকর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজসিক প্রত্যাবর্তন করেছেন প্রায় দেড় যুগ যুক্তরাজ্যে নির্বাসনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি পূর্বাচলের ৩০০ ফিট এলাকার সংবর্ধনা অনুষ্ঠান স্থলে পৌঁছেছেন।

এর আগে বেলা সাড়ে ১২টা নাগাদ তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হন।

সংবর্ধনা অনুষ্ঠান স্থলের পথে যাওয়ার সময় তারেক রহমানের বাস ঘিরে অসংখ্য সেনা, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও দলীয় নেতাকর্মীদের পায়ে হেঁটে মানবঢাল তৈরি করে সুরক্ষা নিশ্চিত করেছে।

গাড়িবহরকে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করে প্রটোকল দিচ্ছে সিএসএফ, সেনাবাহিনী, পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এছাড়াও পুরো বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের সড়কটির মাঝে ও দুইপাশে সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার ও র‌্যাব সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করছেন।

আরও পড়ুন:

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জনস্রোতে পরিণত হয়েছে রাজধানীর কুড়িল–বিশ্বরোডের ৩০০ ফিট সড়ক। তাকে স্বাগত জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারও নেতাকর্মী ও সমর্থক সেখানে জড়ো হয়েছেন।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিমানবন্দরগামী ইনকামিং ও আউটগোয়িং সড়কের দুই পাশেই অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখর পুরো বিমানবন্দর সড়ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

এসএস