ভিডিও বার্তায় শরিফ ওসমান হাদির মেডিকেল বোর্ডের এ চিকিৎসক বলেন, ‘হাদির ফুসফুসের কার্যক্রমও অপরিবর্তিত রয়েছে। এখনো হাদির মাথার কিছু অংশ ফোলা রয়েছে। তবে তার কিডনি এবং হার্ট ভেন্টিলেশনের মাধ্যমে চলছে।’
তিনি বলেন, ‘ওসমান হাদির ব্রেইনের ক্ষত খুব গভীর। এখনো তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত নয়।’
আরও পড়ুন:
এ সময় তিনি জানান, ওসমান হাদি এখনো নিবিড় পর্যবেক্ষণে আছেন। ওসমান হাদির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। সবশেষে গুজবে কান না দিতে দেশবাসীর কাছে আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গত শুক্রবার বেলা ২টা ২৪ মিনিটে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। পেছন থেকে অনুসরণ করে আসা একটি মোটরসাইকেল থেকে এক ব্যক্তি ব্যাটারিচালিত রিকশায় থাকা হাদিকে গুলি করেন।





