হাদি যাচ্ছিলেন রিকশায়, মোটরসাইকেল থেকে গুলি করে পালায় দুর্বৃত্তরা

হাদিকে মোটরসাইকেল থেকে গুলি করে দুর্বৃত্তদের পালানোর সময়
হাদিকে মোটরসাইকেল থেকে গুলি করে দুর্বৃত্তদের পালানোর সময় | ছবি: এখন টিভি
1

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে রাজধানীর বিজয়নগরে প্রকাশ্যে গুলি করা হয়েছে। আজ (শুক্রবার, ১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে বক্স কালভার্ট এলাকার সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে একটি মোটরসাইকেলে করে আসে দুর্বৃত্তরা। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি–মিডিয়া মুহাম্মদ তালেবুর রহমান জানান, দুপুর ২টা ২৫ মিনিটে একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। সে সময় তিনি রিকশায় করে যাচ্ছিলেন। হামলার সময় রিকশায় তার সঙ্গে কেউ ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন:

জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী বলেন, ‘নির্বাচনি প্রচারের সময়ই হাদির ওপর হামলা হয়।’ প্রাথমিকভাবে জানা গেছে, তিনি কানের নিচে গুলিবিদ্ধ হয়েছেন। তবে এ বিষয়ে এখনো চিকিৎসক বা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

হাদির প্রতি হুমকির বিষয়টি নতুন নয়। গত নভেম্বর মাসে তিনি জানান, দেশি–বিদেশি প্রায় ৩০টি নম্বর থেকে তিনি হত্যার হুমকি পেয়েছেন। ১৪ নভেম্বর ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি লিখেছিলেন, তাকে হত্যা, তার বাড়িতে আগুন দেয়া এবং তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেয়া হয়েছে।

হাদি সেই পোস্টে উল্লেখ করেছিলেন, গত তিন ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে, আমার মা–বোন–স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে।

ঘটনার পর বিজয়নগর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

সেজু