আজ (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) সকালে সচিবালয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রচার কার্যক্রম বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ও আঞ্চলিক তথ্য কর্মকর্তাদের নিয়ে মতবিনিময়কালে এ নির্দেশনা দেন তিনি।
এসময় মাহবুবা ফারজানা বলেন, ‘নির্বাচন ও গণভোটের কন্টেন্ট তৈরি করবে সংস্কৃতি মন্ত্রণালয়ের এবং প্রচার-প্রচারণার কাজ করবে তথ্য মন্ত্রণালয়।’
আরও পড়ুন:
তথ্য কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘জনগণকে আশ্বস্ত করতে হবে, এবার স্বচ্ছতার সঙ্গে নির্বাচন হচ্ছে। অপতথ্য ও গুজব মোকাবিলা করে প্রকৃত তথ্য তুলে ধরতে হবে।’
এ সময় তিনি আরও জানান, ৩০টি জেলায় সাংবাদিকদের নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার।





