ঘোষণাপত্রে ভোটারের স্বাক্ষর না থাকলে পোস্টাল ব্যালট গণনায় নেয়া হবে না। এছাড়া কোন নির্দিষ্ট নির্বাচনি এলাকা বা নির্বাচনি এলাকার প্রার্থীদের তালিকায় কোনো পরিবর্তন প্রাসঙ্গিক সময়ে কোনো আদালত কর্তৃক করা হলেও ব্যালট গণনা থেকে বাদ দেয়া হবে বলে উল্লেখ করা হয় গেজেটে।
পোস্টাল ব্যালট পেপার কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে গণনা থেকে বাদ দেয়া হবে যদি:- (ক) কোনও প্রতীকের বিপরীতে কোনো টিক বা ক্রস চিহ্ন না দেয়া হয়; অথবা (খ) একাধিক প্রতীকের বিপরীতে একটি টিক বা ক্রস চিহ্ন দেয়া হয়; অথবা (গ) কোনো টিক বা ক্রস চিহ্ন এমনভাবে দেয়া হয় যাতে যুক্তিসঙ্গতভাবে নিশ্চিত করা না যায় যে কোন প্রার্থীর পক্ষে ভোট দেয়া হয়েছে; অথবা (ঘ) ৩৭ক অনুচ্ছেদের অধীনে গণনার আগে রিটার্নিং অফিসার কর্তৃক ডাক ব্যালট গ্রহণ না করা হয়; অথবা (ঙ) কোনো নির্দিষ্ট নির্বাচনি এলাকা বা নির্বাচনি এলাকার প্রার্থীদের তালিকায় কোনো পরিবর্তন প্রাসঙ্গিক সময়ে কোনও আদালত কর্তৃক করা হয়; অথবা (চ) ভোটার কর্তৃক কোনো ঘোষণা না দেয়া হয়।
আরও পড়ুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার প্রস্তুতির মধ্যে নির্বাচনি আইন ও বিধিতে আরেক দফা সংশোধনী এনে ৩ ডিসেম্বর গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) উপদেষ্টা পরিষদে অনুমোদন করা হয়। এ সংশোধনের ফলে পোস্টাল ভোট সাধারণ ভোটের সঙ্গে একইসঙ্গে গণনা হবে এবং একাধিক সিল থাকলে সেই ভোট বাতিল বলে গণ্য হবে।
জাগপার নিবন্ধন পুনর্বহাল, হুক্কার বদলে চশমা
জাতীয় গণতান্ত্রিক পার্টি–জাগপার নিবন্ধন পুনর্বহালের পাশাপাশি দলটির জন্য নতুন প্রতীক ‘চশমা’ সংরক্ষণ করেছে নির্বাচন কমিশন। ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে জাগপাকে নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু শর্ত প্রতিপালন না করায় ২০২১ সালের ২৮ জানুয়ারি দলটির নিবন্ধন বাতিল করা হয়।
নিবন্ধন বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে সে বছরই হাইকোর্টে রিট আবেদন করেন দলটির সভাপতি তাসমিয়া প্রধান। এ বছর মার্চে দলটিকে নিবন্ধন ফিরিয়ে দেয়ার আদেশ দেয় আদালত।
আরও পড়ুন:
এ ধারাবাহিকতায় মঙ্গলবার নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেখানে বলা হয়েছে, নিবন্ধনের শর্তাদি পূরণ করায় বাংলাদেশ নির্বাচন কমিশন ‘সন্তুষ্ট হয়ে’ জাতীয় গণতান্ত্রিক পার্টিকে ২০০৮ সালে রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন দেয় এবং ‘হুক্কা’ প্রতীক বরাদ্দ করে।
২০২৫ সালের ৯ নভেম্বর দলটি তাদের নাম ‘জাতীয় গণতান্ত্রিক পার্টি’র সঙ্গে ‘জাগপা’ সংযোজন করে এবং দলের প্রতীক হিসেবে ‘হুক্কা’র পরিবর্তে ‘চশমা’ বরাদ্দের আবেদন করে।
ইসি এ আবেদন গ্রহণ করে নিবন্ধিত রাজনৈতিক দলটির নাম ‘জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’ এবং প্রতীক ‘চশমা’ নির্ধারণ করলো।





