মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের জাতীয় দিবস প্যারেডে জাতিসংঘ বাংলাদেশি কন্টিনজেন্টের অংশগ্রহণ

বাংলাদেশি কন্টিনজেন্টের অংশগ্রহণ
বাংলাদেশি কন্টিনজেন্টের অংশগ্রহণ | ছবি: আইএসপিআর
0

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের জাতীয় দিবস প্যারেড সোমবার (১ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্যারেডে জাতিসংঘ মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট, ব্যানএসএফসি-১০ অংশগ্রহণ করে। আজ (বুধবার, ৩ ডিসেম্বর) আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর মোট ১৯ জন শান্তিরক্ষী সেনাসদস্যের প্যারেড কন্টিনজেন্ট বাংলাদেশ জাতীয় পতাকা বহন করে অত্যন্ত উঁচু মানের প্যারেড করায় অনুষ্ঠানে উপস্থিত মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাষ্ট্রপতিসহ সকল মহলে ভূয়সী প্রশংসিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনী এবং মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, মধ্য আফ্রিকান আর্মড ফোর্সেসের সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

আরও পড়ুন:

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী উক্ত দেশের সশস্ত্র বাহিনীর জন্য ৮ হাজার কমব্যাট ইউনিফর্ম প্রেরণ করে। যার মধ্যে ৩ হাজার কমব্যাট ইউনিফর্ম জাতীয় দিবস প্যারেডে ব্যবহৃত হয়।

আরও ১৭ হাজার ইউনিফর্ম প্রদানের কার্যক্রম চলমান রয়েছে।

বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর ৫টি কন্টিনজেন্ট (ব্যানব্যাট-১১, ব্যানমেড-১/১১, ব্যানমেড-২/৩, ব্যানএসএফসি-১০ এবং ব্যানএলকিউআরএফ-৬) মিনুস্কা, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছে।

উক্ত কন্টিনজেন্ট সমূহ সব আভিযানিক, প্রশাসনিক এবং বিবিধ উন্নয়নমূলক কার্যক্রমে নিরলসভাবে আত্মনিয়োগের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে অক্ষুণ্ন রাখছে।

সেজু