হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সবাই দোয়া করবেন উনার জন্য। আল্লাহ যেন দ্রুত সুস্থ করে দেন। আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে উনাদের যে লড়াই, সে লড়াইয়ে যে গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে সেটি যেন উনি নিজে দেখে যেতে পারেন। যার কারণে উনার আজকে এ পরিণতি হয়েছে, আমার মনে হয় হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত যেন আল্লাহ উনাকে বাঁচিয়ে রাখেন।’
আরও পড়ুন:
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেন, ‘বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যা পাচ্ছেন। উনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল। তবে স্থিতিশীল আছে, এখনও ফাইট করছেন। তিনি সজ্ঞানে আছেন, সজাগ আছেন। চিকিৎসক এবং নার্স যে নির্দেশনা দিচ্ছেন সেগুলো উনি ফলো করতে পারছেন। দেশবাসীর কাছে আহ্বান থাকবে উনার দ্রুত আরোগ্যের জন্য সবাই দোয়া করবেন।’
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘উনার যে সিচুয়েশন তার তিনটা শব্দ বলবো। উনার অবস্থা ক্রিটিক্যাল কিন্তু স্ট্যাবল। উনি কমিউনিকেট করতে পারছেন। উনাকে যে ডিরেকশনটা দিচ্ছেন ডাক্তাররা, সেটা উনি নিতে পারছেন। আমাদের কাছে দোয়া ছাড়া কোনোকিছু নেই এখন।’





