‘অন্তর্বর্তী সরকারকে উৎখাতে বাউলদের ওপর মব চালানো হচ্ছে’

ফরহাদ মজহার
ফরহাদ মজহার | ছবি: সংগৃহীত
0

একটি পক্ষ অন্তর্বর্তী সরকারকে উৎখাতে বাউলদের ওপর মব চালিয়ে ইস্যু তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। আজ (শুক্রবার, ২৮ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহিদ মিনারে বাউলদের ওপর ধারাবাহিক হামলা এবং আবুল সরকারকে গ্রেপ্তারের প্রতিবাদে সমাবেশ ও বিচারগানের আসরে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে উৎখাতে বাউলদের ওপর মব চালানো হচ্ছে।’

ফরহাদ মজহার বলেন, ‘জাতীয় নির্বাচনে ধর্মের কার্ড ব্যবহারের সুযোগ এ দেশের জনগণ দেবে না। দেশের সার্বভৌমত্ব বিদেশিদের হাতে তুলে দিতে না চাইলে অবিলম্বে বাউলদের ওপর হামলা বন্ধ করতে হবে।’

আরও পড়ুন:

এ সময় হামলাকারীদের গ্রেপ্তারে সরকারের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে যারা সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন তারা দেশ ও রাষ্ট্রের জাতীয় স্বার্থের পরিপন্থী কাজ করছেন। শেখ হাসিনার মত পরিণতি ভোগ করতে না চাইলে এখনই স্টপ হয়ে যান।’

ইএ