ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের সৌজন্য সাক্ষাৎ

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলাম
ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলাম | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগব এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ (রোববার, ২৩ নভেম্বর) সকালেই হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুই নেতা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এছাড়া ভুটানের প্রধানমন্ত্রী আজ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গেও সাক্ষাৎ করেন এবং এসময় বিনিয়োগসহ অর্থনৈতিক সহযোগিতা বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগবের তিন দিনের সফরের দ্বিতীয় দিনটি কাটছে বেশ ব্যস্ততার সঙ্গে।

পরে বেলা সাড়ে ১০টায় বাংলাদেশ ইনভেস্ট ডেভলপমেন্ট অথরিটি (বিডার) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় উভয় দেশের বিভিন্ন খাতে বিনিয়োগ ও বাণিজ্য সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ ভুটান থেকে পোশাক, সিরামিক, চামড়া ও পাটজাত পণ্য আমদানি করলেও সে তুলনায় রপ্তানি হয় খুবই কম পণ্য। বাণিজ্য ঘাটতির পরিমাণ প্রায় ১৫৫ কোটি টাকা।

আরও পড়ুন:

এসময় বাংলাদেশ ভুটানের মধ্যে রপ্তানি আমদানির ভারসাম্য ঠিক করে বাণিজ্য ঘাটতি কমানোর দিকে জোর দেয়া হয় আলোচনায়।

দুপুরে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগবে। প্রায় ২০ মিনিটের আলোচনায় উঠে আসে বাংলাদেশ-ভুটানের দ্বিপাক্ষিক সম্পর্কসহ নানা বিষয়।

এর আগে শনিবার প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন ভুটানের এই প্রধানমন্ত্রী। এসময় স্বাস্থ্য ও ইন্টারনেট খাতে দুটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।

তিন দিনের সফর শেষে আগামীকাল (সোমবার, ২৪ নভেম্বর) সকালে ঢাকা ত্যাগ করবেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগবে।

ইএ