‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায়কে এনসিপি ইতিবাচকভাবে দেখছে’

সংবাদ সম্মেলনে কথা বলছেন আখতার হোসেন
সংবাদ সম্মেলনে কথা বলছেন আখতার হোসেন | ছবি: এখন টিভি
1

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায়কে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইতিবাচকভাবে দেখছে বলে জানান দলটির সদস্য সচিব আখতার হোসেন। তবে ত্রয়োদশ সংশোধনী নয় জুলাই সনদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে বলে জানান তিনি।

আজ (বুধবার, ২০ নভেম্বর) বাংলামোটরের এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন।

আরও পড়ুন:

আখতার হোসেন বলেন, ‘জুলাই সনদের বাইরে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোনো সুযোগ নেই। এ রায়ের মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হয়েছে।’

সেই সঙ্গে জুলাই সনদ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এনসিপির এ নেতা বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশের অস্পষ্টতা না কাটলে সংকট দূর হবে না।’

এসএস