আজ (বৃহস্পতিবার, ২০ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারসহ অসহায় ও দুঃস্থদের চিকিৎসা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়া ন্যায় ও গণতন্ত্রের পথে বড় অগ্রগতি।’
আরও পড়ুন:
ক্ষমতাকে চিরস্থায়ী করতেই আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করেছিল জানিয়ে তিনি বলেন, ‘এ রায়ের মাধ্যমে গণতন্ত্রের প্রাণভোমরা আবারও পুনরুজ্জীবিত হয়েছে।’
এর আগে, আজ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায় দেন আপিল বিভাগ। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন থেকে সৃষ্ট আপিলের রায়ে এ ঘোষণা দিয়েছেন সর্বোচ্চ আদালত। একইসঙ্গে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বহাল রেখেছেন আদালত।




