আসিফ নজরুল বলেন, ‘সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে একমত হওয়ায় উপদেষ্টা পরিষদের বৈঠকে এটি অনুমোদন হয়েছে। নিম্ন আদালতের বিচারকদের কন্ট্রোল করবে সুপ্রিমকোর্ট সচিবালয়। শৃঙ্খলা, পদায়দন, বদলি, ছুটিসহ বিভিন্ন বিষিয় এতে অন্তর্ভুক্ত থাকবে।
তিনি বলেন, ‘এ অধ্যাদেশ কার্যকর হলে আইন মন্ত্রণালয়ের হাতে থাকবে না, এটা চালাবে সুপ্রিম কোর্ট সচিবালয়। তবে এটা এখনই কার্যকর হচ্ছে না, কিছুটা সময় লাগবে।’
আরও পড়ুন:
আইন উপদেষ্টা বলেন, ‘৫০ কোটি টাকার কম টাকার প্রকল্প অনুমোদন করতে পারবেন প্রধান বিচারপতি। তবে এর বেশি হলে একনেকে উত্থাপনের মাধ্যমে অনুমোদন দেয়া হবে।’
তিনি বলেন, ‘ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে। সাজাপ্রাপ্ত আসামিদের ফেরত দেয়া। রোমের আন্তর্জাতিক আদালতে তাদের ফিরিয়ে আনার ব্যপারে আবেদন করবে সরকার।’
এর আগে আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।





