দেশের ইতিহাসে সবচেয়ে বেশি ইটভাটা উচ্ছেদ করেছে এই সরকার: রিজওয়ানা

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান | ছবি: সংগৃহীত
1

অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর দেশের ইতিহাসে সবচেয়ে বেশি ইটভাটা উচ্ছেদ করা হয়েছে বলে দাবি করেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘শুধু উচ্ছেদ অভিযান চালিয়ে ইটের ব্যবহার বন্ধ করা সম্ভব নয়। এজন্য, ভবন নির্মাণের ক্ষেত্রে পরিবেশবান্ধব কংক্রিট ব্লকের ব্যবহার বৃদ্ধির জন্য একটি নির্দিষ্ট নীতিমালা জরুরি।’

আজ (রোববার, ১৬ নভেম্বর) রাজধানীর পূর্ত ভবনে আয়োজিত গ্রিন প্রকিউরমেন্ট অ্যান্ড গ্রিন বিল্ডিং শীর্ষক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন:

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘বেদখল হয়ে যাওয়া নদ-নদী-খাল-বিল উদ্ধার করা না গেলে পরিবেশের ভারসাম্য রক্ষা কঠিন হয়ে পড়বে।’

তিনি আরও বলেন, ‘নির্মাণ কাজ নিম্নমানের হওয়ার, সেবার মানোন্নয়ন ঘটানো সম্ভব হয়ে উঠছে না।’

সেজু