রাজধানীর আগারগাঁও এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আগারগাঁও মেট্রোস্টেশন
আগারগাঁও মেট্রোস্টেশন | ছবি: সংগৃহীত
0

রাজধানীর আগারগাঁও এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে নেয়া হয়েছে এ পদক্ষেপ।

সরেজমিনে দেখা যায়, সম্ভাব্য নাশকতা ঠেকাতে নির্বাচন ভবনসহ আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

শেরে বাংলা নগর থানার ওসি মো. ইমাউল হক বলেন, ‘নির্বাচন ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়ানো হয়েছে টহল ও তল্লাশি কার্যক্রম। তিনি আরও জানান, একজন সিনিয়র অফিসারের তত্ত্বাবধানে সড়কগুলোতে পরিচালিত হচ্ছে বিশেষ টহল ও অভিযান।’

আগামী ১৩ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্প্রতি রাজধানীতে একাধিক অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

এএইচ