আজ (রোববার, ৯ নভেম্বর) বেলা ১২টা থেকেই কেন্দ্রীয় শহিদ মিনারে আন্দোলনরত শিক্ষকরা জড়ো হতে শুরু করেন। এদিন ঢাকার বেশিরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো ক্লাস হয়নি।
গতকাল শাহবাগে শিক্ষকদের মিছিল-সমাবেশে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
আরও পড়ুন:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা জাতীয় বেতন স্কেলের ১৩তম গ্রেডে বেতন পান। তবে সে বেতন ১০ম গ্রেডের করার দাবিতে আন্দোলন করছেন শিক্ষকরা।
আরেও দু’টি দাবিও জুড়ে দিয়েছেন তারা। এ দু’টি দাবি হলো— শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির ১০ম ও ১৬তম বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দেয়া।





