অনলাইন জুয়া, বেটিং ও পর্নোগ্রাফি সাইট বন্ধে কঠোর অবস্থানে সরকার

ফয়েজ আহমেদ তৈয়্যব
ফয়েজ আহমেদ তৈয়্যব | ছবি: সংগৃহীত
1

অনলাইন জুয়া, বেটিং ও পর্নোগ্রাফি সাইট বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এরইমধ্যে জুয়ার অর্থ লেনদেনে ব্যবহৃত পাঁচ হাজার সিম ব্লক করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আজ (মঙ্গলবার, ৪ নভেম্বর) দুপুরে অনলাইন জুয়া প্রতিরোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী, মোবাইল অপারেটর ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।

আরও পড়ুন:

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘যেসব পোর্টালে জুয়ার বিজ্ঞাপন চলছে, সেগুলোও বন্ধ করা হবে। তবে একটি সাইট বন্ধ করলে অপরাধীরা একাধিক নতুন সাইট তৈরি করে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক ও সরকারের পাশাপাশি সব এমএফএস প্রতিষ্ঠানগুলোকে আগামী এক মাসের মধ্যে গ্রহণযোগ্য পদক্ষেপ নিতে হবে।’

তবে এমএফএস অপারেটররা বলছেন, এসব লেনদেন শনাক্ত করা প্রায় অসম্ভব।

এছাড়াও অনলাইন জুয়ার বিরুদ্ধে চলমান অভিযান নিয়ে আগামী এক মাসের মধ্যে সব স্টেকহোল্ডারদের সঙ্গে আবারও বৈঠক হতে পারে।

এসএস