আজ (শনিবার, ১ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর মগবাজারে একটি হোটেলে তরুণ রাজনীতিকদের মধ্যে মতাদর্শভিত্তিক সংলাপ এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার জন্য আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
সেমিনারে অংশ নিয়ে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘প্রধান দলগুলোর মত বিরোধের কারণে ঐকমত্যে পৌঁছাতে পারেনি কমিশন। দীর্ঘ আলোচনার পরও ঐকমত্যে পৌঁছাতে না পারা রাজনীতিবিদদের জন্য দুর্ভাগ্যের। তবে বিএনপি চাইলে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টা সমাধান হয়ে যেতো।’
আরও পড়ুন:
একই সেমিনারে অংশ নিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেন, ‘যারা ছাত্রদের নেতৃত্ব নিয়ে সরকারে ছিলো বা আছেন তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। তরুণরা নেতৃত্ব সুযোগ পেয়েও ভালো উদাহরণ দেখাতে পারেনি।’
এছাড়া, দুদক, পিএসসি স্বাধীনভাবে কমিশন গঠন না করতে পারলে পুরানো পথেই যাবে বাংলাদেশ বলেও মন্তব্য করেন তিনি।
এর বাইরে সেমিনারে সিপিবি সভাপতি কাজী সাজ্জাত জহির চন্দন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।





