প্রেসক্লাবের সামনে আমরণ অবস্থান কর্মসূচি নিয়ে থাকা আন্দোলনকারী শিক্ষকরা জানান, জাতীয়করণের ঘোষণা বাস্তবায়ন না হলে বোর্ড পরীক্ষার রেজিস্ট্রেশনসহ সব কার্যক্রমে অংশ নেবেন না তারা।
আরও পড়ুন:
এর আগে বুধবার সচিবালয় অভিমুখে অবস্থানকালে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে তাদের বাধা দেয় পুলিশ। তবুও আন্দোলন আরও তীব্র হয়। আহতদের চিকিৎসা ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি থাকে তাদের ভাষণে।
শিক্ষকরা হুঁশিয়ারি দিয়ে বলেন গেজেট প্রকাশ না হলে লং মার্চের পর আমরণ অনশনসহ কঠোর কর্মসূচি ঘোষিত হবে। তাদের দাবি, প্রতিশ্রুতি দিয়ে বিলম্ব করে শিক্ষাখাতকে অনিশ্চয়তায় ফেলে রাখা হয়েছে।





