সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ জানান, সকাল ১০টা ২৫ মিনিটে সিলেট থেকে ২৬২ যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের বিজি ২০১ ফ্লাইটটি লন্ডনে যাওয়ার কথা ছিলো। কিন্তু অসাবধানতাবশত বোর্ডিং ব্রিজটি সরানোর সময় ইঞ্জিন বডির সামনের অংশে ধাক্কা লাগায় বিমানের ইঞ্জিন বডি ক্ষতিগ্রস্ত হয়।
আরও পড়ুন:
বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বিমানটির পরিবর্তে আরেকটি বিমানে করে দুপুর আড়াইটায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে এ ফ্লাইটের যাত্রীরা লন্ডনে গমন করবেন।
ইঞ্জিন বডি ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি জানিয়ে বিমানবন্দর পরিচালক জানান বিষয়টি খতিয়ে দেখছেন তারা।





