৪৩তম বিসিএসে নন-ক্যাডার নিয়োগের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ

৪৩তম নন-ক্যাডার নিয়োগের দাবিতে সড়ক অবরোধ
৪৩তম নন-ক্যাডার নিয়োগের দাবিতে সড়ক অবরোধ | ছবি: এখন টিভি
0

পূর্ণাঙ্গ নন-ক্যাডার তালিকা প্রকাশ ও শূন্য পদে দ্রুত সুপারিশের দাবিতে রাজধানীর বাংলামোটরে সড়ক অবরোধ করেছেন ৪৩তম বিসিএস নন-ক্যাডার চাকরিপ্রত্যাশীরা। গতকাল (বৃহস্পতিবার, ২৩ অক্টোবর) রাত ১১টার দিকে তারা এ কর্মসূচি পালন করেন।

আন্দোলনকারীরা জানান, বিসিএস নন-ক্যাডার পদে নিয়োগে বিশেষ বিধিমালা-২০২৫ অনুমোদনে দেরি করা হচ্ছে। এছাড়া পদপ্রত্যাশী প্রার্থীদের সুপারিশ বঞ্চিত করার অভিযোগ করেন তারা।

আরও পড়ুন:

এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) ‎রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কার্যালয়ের সামনে একই দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন ৪৩তম বিসিএস নন-ক্যাডার চাকরিপ্রত্যাশীরা।

এসএস