জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা: ১৯ ঘণ্টা পরও মামলা হয়নি, দু’জন শনাক্ত

নিহত জুবায়েদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
নিহত জুবায়েদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস | ছবি: সংগৃহীত
0

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার ১৯ ঘণ্টা পরও মামলা হয়নি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত দু’জনকে শনাক্ত করা হয়েছে। পুলিশ হেফাজতে নেয়া হয়েছে একজনকে। আজ (সোমবার, ২০ অক্টোবর) দুপুর ১টার দিকে তার মরদেহ মিটফোর্ড হাসপাতাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেয়া হয়।

এসময় ক্যাম্পাসে হাজার হাজার শিক্ষার্থী জড়ো হয়। দুপুর ১টা ৪৫ মিনিটে তার জানাজা অনুষ্ঠিত হয়। এসময় তার বাবা ও স্বজনরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে তার মরদেহ নেয়া হবে জন্মস্থান কুমিল্লার হোমনা উপজেলায়।

আরও পড়ুন:

এদিকে, জোবায়েদ হত্যায় আগামী দুইদিন বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবসের আনুষ্ঠানিকতা সীমিত করে শুধু শোকর‍্যালি আয়োজন করা হবে।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় টিউশনি করাতে গিয়ে খুন হন জোবায়েদ। পরে তার মরদেহ পাওয়া যায় পুরান ঢাকার আরমানিটোলার একটি ভবনের ৩য় তলায়। এ ভবনেই এক ছাত্রীকে পড়াতেন তিনি। জোবায়েদ বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ও ছাত্রদলের জবি শাখার আহ্বায়ক কমিটির সদস্য। এ ঘটনায় এরইমধ্যে জড়িত সন্দেহে জোবায়েদের ছাত্রীকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। এছাড়াও হত্যায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। সকালে মিটফোর্ড হাসপাতালে নিহত জোবায়েদের ময়নাতদন্ত শেষ হয়।

ইএ