জাতিকে মুক্ত করার অঙ্গীকার নিয়ে জুলাই যোদ্ধারা গণঅভ্যুত্থানে শহিদ হয়েছেন: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী | ছবি: সংগৃহীত
0

জাতিকে মুক্ত করার অঙ্গীকার নিয়ে জুলাই যোদ্ধারা গণঅভ্যুত্থানে শহিদ হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (সোমবার, ২০ অক্টোবর) সকালে কুমিল্লার চান্দিনায় এতবারপুর গ্রামে ধুলে গণঅভ্যুত্থানে শহিদ ইমাম হোসেন তায়িমের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘একটা জাতিকে মুক্ত করার অঙ্গীকার নিয়ে একাত্তরের যুদ্ধরা যেমন শহিদ হয়েছে, তেমনি জুলাই যুদ্ধরাও গণঅভ্যুত্থানে শহিদ হয়েছে। আমরা যেন তাদের আত্মত্যাগ ভুলে না যাই। এ যোদ্ধাদের আমাদের সর্বোচ্চ সম্মান জানাতে হবে। তাহলে যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা ও দেশের জন্য সংগ্ৰামে তরুণরা এগিয়ে আসতে উজ্জীবিত হবে।’

আরও পড়ুন:

এর আগে তিনি এতবারপুর গ্রামে এসে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কৌশল বিনিময় করেন। পরে জুলাই অভ্যুত্থানে শহিদ ইমাম হোসেন তায়িমের কবরে ফুলেল শ্রদ্ধাঞ্জলি ও কবর জিয়ারত করেন। জিয়ারত শেষে তায়িমসহ অভ্যুত্থানের সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

ইএ