নভেম্বরের মাঝামাঝি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ: ইসি আনোয়ারুল ইসলাম

নির্বাচন কমিশনার মো.আনোয়ারুল ইসলাম সরকার
নির্বাচন কমিশনার মো.আনোয়ারুল ইসলাম সরকার | ছবি: সংগৃহীত
0

আগামী নভেম্বর মাসের মাঝামাঝি সময়ের মধ্যে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। আজ (রোববার, ১৯ অক্টোবর) সিলেট বিভাগের সকল জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

এসময় তিনি বলেন, ‘প্রবাসীরা যাতে সুন্দর ভাবে ভোট দিতে পারে সেজন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা নেয়া হবে।’

আরও পড়ুন:

এছাড়াও জেলহাজতে থাকা আসামিরাও এবার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে নিশ্চিত করেছেন আনোয়ারুল ইসলাম।

এদিকে, ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে নির্বাচনের শিডিউল ঘোষণা করা হবে বলেন ইসি আনোয়ারুল।

ইএ