অগ্নিকাণ্ডের পর এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি বিমান চলাচল

বিমানবন্দরে প্রবেশ করছেন যাত্রীরা
বিমানবন্দরে প্রবেশ করছেন যাত্রীরা | ছবি: এখন টিভি
0

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর বিমান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি এখনও। ফ্লাইট চালু হলেও, শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে ট্রানজিট ফ্লাইটের যাত্রীরা।

গতকাল (শনিবার, ১৮ অক্টোবর) রাতের নির্ধারিত একাধিক ফ্লাইট আজ (রোববার, ১৯ অক্টোবর) সকাল পর্যন্ত ছাড়তে বিলম্ব হয়। কিছু ফ্লাইট ছাড়ে ১০ থেকে ১২ ঘণ্টা পরে। এমনকি সকালে নির্ধারিত ফ্লাইটগুলোকেও ছাড়তে হয়েছে দুই থেকে তিন ঘণ্টা দেরিতে।

আরও পড়ুন:

গতকাল রাত ৯টা থেকে ফ্লাইট চলাচল শুরু হলেও সক্ষমতা অনুযায়ী পূর্ণ অপারেশন শুরু হয়নি। তবে দিন গড়ানোর সঙ্গে সঙ্গে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিকের পথে এগোচ্ছে। সকাল ৯টার পর থেকে ফ্লাইট ম্যানেজমেন্টের কাজের গতি কিছুটা বেড়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের পর শাহজালাল বিমানবন্দরে এখনও ম্যানুয়ালি পণ্য খালাস চলছে। বিকল্প হিসেবে থার্ড টার্মিনালের পাশের কার্গো টার্মিনালে খালাসের প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানিয়েছে কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টরা।

এসএস