কারখানা ভবনের ওপরের কয়েকটি তলায় সন্ধ্যার পরও আগুন জ্বলতে দেখা গেছে দাউ দাউ করে। এ অবস্থায় ফায়ার সার্ভিসের ১৫টির সঙ্গে নৌবাহিনীর ৫টি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়েছে। সব মিলিয়ে এখন ২০টি ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে নেআর জন্য।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, আটতলা ভবনটির ওপরের তলা কারখানার গুদাম হিসেবে ব্যবহৃত হতো।
আরও পড়ুন:
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম সাংবাদিকদের জানান, সেখানে সুতা ও কাপড় জাতীয় জিনিসপত্র থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।
এছাড়া আগুন লাগার পর ঘটনাস্থল থেকে প্রায় দুই ডজন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।





