মেট্রোরেল চলাচলে বাড়লো সময়, রোববার থেকে নতুন সময়সূচি

মেট্রোরেল
মেট্রোরেল | ছবি: সংগৃহীত
6

রাষ্ট্র পরিচালিত মেট্রোরেল কর্তৃপক্ষ আগামী ১৯ অক্টোবর থেকে ট্রেন চলাচলের সময় বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-সচিব জাহিদুল ইসলাম জানান, যাত্রীদের চাহিদা বিবেচনা করে ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন-৬ (এমআরটি লাইন-৬) এর চলাচলের সময় এবং ট্রিপের সংখ্যা বাড়ানো হয়েছে।

মেট্রোরেলের নতুন সময়সূচি

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দিনের প্রথম ট্রেনটি উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিটের পরিবর্তে সকাল ৬টা ৩০ মিনিটে ছেড়ে যাবে এবং শেষ ট্রেনটি রাত ৯টার পরিবর্তে রাত ৯টা ৩০ মিনিটে ছেড়ে যাবে।

মতিঝিল দিক থেকে প্রথম ট্রেনটি সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেনটি রাত ১০টা ১০ মিনিটে ছাড়বে। শুক্রবার মেট্রোরেল বর্তমান সময়সূচির আধ ঘণ্টা আগে দুপুর ২টা ৩০ মিনিট থেকে চলবে।

আগামী নভেম্বরের মাঝামাঝি থেকে প্রতিদিন মোট ২৩৮টি ট্রিপ পরিচালিত হবে। নতুন পরিকল্পনাটি আগমন এবং প্রস্থানের মধ্যে ব্যবধান কমিয়ে আনবে।

আরও পড়ুন:

দেখে নিন মেট্রোরেলের টাইম টেবিল

মেট্রোরেল ছাড়ার সময়যে স্টেশন থেকে মেট্রোরেল ছাড়বেমন্তব্য
সকাল ৬:৩০উত্তরা উত্তর স্টেশনপ্রথম ট্রেন
সকাল ৭:১৫মতিঝিলপ্রথম ট্রেন
রাত ৯:৩০উত্তরা উত্তর স্টেশনশেষ ট্রেন
রাত ১০:১০মতিঝিলশেষ ট্রেন
শুক্রবার সময়সূচি: দুপুর ২:৩০


জাহিদুল ইসলাম বলেন, ‘নতুন সময়সূচি অনুসারে— পিক, অফ-পিক ও সুপার অফ-পিক আওয়ারে ৪, ৬ ও ৮ মিনিটের ব্যবধানে ট্রেন চালানো হবে।’

এমআরটি ৬-এ ২৪ সেট ট্রেন রয়েছে, যার প্রতিটিতে ছয়টি করে কোচ রয়েছে। বর্তমানে উত্তরা-মতিঝিল রুটে ১৩ সেট ট্রেন চলাচল করছে। নতুন সময়সূচি অনুসারে ১৯ সেট ট্রেন নিয়মিত চলাচল করবে।

উপ-সচিব জাহিদুল ইসলাম জানান, বর্তমানে দৈনিক গড়ে সাড়ে ৪ লাখ যাত্রী মেট্রোরেল ব্যবহার করে। নতুন সময়সূচি কার্যকর হওয়ার পর প্রায় ৫ লাখ যাত্রী চলাচল করতে পারবে।—বাসস

ঢাকা মেট্রোরেল এমআরটি লাইন ৬ এর চালু স্টেশনের তালিকা (উত্তর থেকে দক্ষিণ)

নংমেট্রো স্টেশনের নাম
একউত্তরা উত্তর
দুইউত্তরা কেন্দ্র
তিনউত্তরা দক্ষিণ
চারপল্লবী
পাঁচমিরপুর ১১
ছয়মিরপুর ১০
সাতকাজীপাড়া
আটশেওড়াপাড়া
নয়আগারগাঁও
দশবিজয় সরণি
এগারোফার্মগেট
বারোকারওয়ান বাজার
তেরোশাহবাগ
চৌদ্দঢাকা বিশ্ববিদ্যালয়
পনেরোবাংলাদেশ সচিবালয়
ষোলোমতিঝিল


ঢাকা মেট্রোরেলের স্টপেজ কয়টি?

ঢাকা মেট্রোরেলের এমআরটি লাইন ৬-এর মোট ১৬টি স্টপ আছে, যার মধ্যে প্রথম ধাপের ১১টি স্টেশন এবং পরবর্তী ধাপের ৫টি স্টেশন চালু হয়েছে।

মেট্রোরেলে কি কি বহন করা যাবে না?

মেট্রোরেলে ধারালো, দাহ্য বা দুর্গন্ধযুক্ত জিনিস বহন করা যাবে না। এর মধ্যে রয়েছে ছুরি, কাঁচি, বটি ও অন্যান্য ধারালো বস্তু; কাঁচা বা রান্না করা মাংস, পশুর চামড়া ও কাঁচা মাছ; এবং অনাবৃত অবস্থায় তাজা ফুল, ফুলের তোড়া ও গাছের চারা।

পৃথিবীর দীর্ঘতম মেট্রোরেল কোন শহরে অবস্থিত?

বিশ্বের বৃহত্তম মেট্রো সিস্টেমগুলি চীনে অবস্থিত, যেখানে সাংহাই মেট্রো এবং বেইজিং সাবওয়ে এর মধ্যে শীর্ষে রয়েছে । ৫০৮টি স্টেশন এবং মোট ৮৩১ কিমি দৈর্ঘ্যের সাংহাই মেট্রো বার্ষিক ৩.৭ বিলিয়ন যাত্রীদের সেবা প্রদান করে।

আসু