আজ (মঙ্গলবার, ১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে মিরপুরে রূপনগর শিয়ালবাড়ি কসমিক ফার্মা কেমিক্যাল গোডাউন ও সর্দার গার্মেন্টস নামে দুটি প্রতিষ্ঠানে আগুন লাগে।
বেলা ১১টা ৪০ মিনিটে সংবাদ পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও তিনটি ইউনিট যোগ দেয় আগুন নেভানোর কাজে। পরে আরও চারটি ইউনিট আগুন নেভাতে যোগ দেয়। তাদের সঙ্গে উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
দগ্ধদের মধ্যে তিনজনকে রাজধানীর জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানা গেছে।
আরও পড়ুন:
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা খানম বলেন, ‘এখনও আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সম্পর্কে জানা যায়নি। ঘটনাস্থলে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। তারা আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি পর্যবেক্ষণ করছেন।’





