ড. ইউনূসকে ধন্যবাদ জানালেন শহিদুল আলম

ইস্তাম্বুলে শহিদুল আলম ও কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান
ইস্তাম্বুলে শহিদুল আলম ও কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান | ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
0

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। আজ (শুক্রবার, ১০ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে তিনি এ ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরও পড়ুন:

পোস্টে তিনি লেখেন, ‘ড. ইউনূস, সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ! এবং জাতিসংঘ সাধারণ পরিষদে আপনার এ বার্তার জন্য আমি কৃতজ্ঞ, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দ্বি-রাষ্ট্র সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে।’

শহিদুল আলমের ফেসবুক পোস্ট |ছবি: এখন টিভি

এর আগে বিকেলে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান শহিদুল আলম। সেখানে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান শহিদুল আলমকে স্বাগত জানান।

এএইচ