আজ (বুধবার, ৮ অক্টোবর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের হেডকোয়াটার্সে ডিএমপিকে নতুন গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনকেন্দ্রীক নতুন অপরাধের সৃষ্টি হয়। আর তা থামাতে আইনশৃঙ্খলা বাহিনীও প্রস্তুত।’
আরও পড়ুন:
এসময়, স্বরাষ্ট্র উপদেষ্টা আশা প্রকাশ করেন, এবারের জাতীয় নির্বাচন উৎসবমুখর ও স্বচ্ছ হবে।
তবে নির্বাচন সুষ্ঠু করতে ইসিসহ সব পক্ষের দায়িত্ব আছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রথম পর্যায়ে পুলিশকে ২০টি গাড়ি হস্তান্তর করা হয়। নির্বাচনের আগে পুলিশকে আরও ২০০ নতুন টহল গাড়ি হস্তান্তর করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।





