ডিএনসিসির ১০ জোনে ১২ অক্টোবর থেকে টাইফয়েড জ্বরের টিকা দেয়া শুরু

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এবং ডেঙ্গু বিষয়ক সংবাদ সম্মেলন
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এবং ডেঙ্গু বিষয়ক সংবাদ সম্মেলন | ছবি: এখন টিভি
0

টাইফয়েড জ্বর প্রতিরোধে ঢাকা উত্তর সিটির ১০টি জোনে আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত টাইফয়েড টিকা কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী।

আজ (বুধবার, ৮ অক্টোবর) রাজধানী গুলশানের নগর ভবনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এবং ডেঙ্গু বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন:

ইমরুল কায়েস চৌধুরী বলেন, ‘প্রায় ১২ লাখ শিশুকে এ টিকার আওতায় আনা হবে।’ ক্যাম্পেইনের সেশন প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে।

এছাড়াও এবার নয় মাস থেকে ১৫ বছর পর্যন্ত যাদের বয়স তাদের জন্ম নিবন্ধন সনদ না থাকলেও লাইন লিস্টিং এর মাধ্যমে এবার টাইফয়েড টিকা নিতে পারবে বলে জানিয়েছেন তিনি।

এসএস