পাঁচ বছর পর ঢাকা-আঙ্কারা পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে বসেছে বাংলাদেশ-তুরস্ক

বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ও তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনচি
বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ও তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনচি | ছবি: সংগৃহীত
0

পাঁচ বছর পর বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্র সচিব পর্যায়ের চতুর্থ দফার বৈঠক চলছে। আজ (মঙ্গলবার, ৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টা নাগাদ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং তুরস্কের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনচি। এ বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা ও রাজনৈতিক সম্পর্ক গভীর করার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন:

এছাড়া বৈঠকে রাজনৈতিক পরিসরে সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য বাড়ানো এবং প্রতিরক্ষা সহযোগিতাকে অংশীদারিত্বে রূপ নেয়ার মত বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পাওয়ার কথা রয়েছে। সফরের প্রথম দিন সোমবার এ বেরিস একিনচি বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন।

আজ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের পর তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

ইএ