আজ (বৃহস্পতিবার, ২ অক্টোবর) বিকেলে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর চলমান নৃশংস গণহত্যা এবং গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। সাইন্সল্যাব থেকে শুরু হয়ে শাহবাগে সমাবেশ করে করে সংগঠনটি।
এসময় বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ইসরাইলের আগ্রাসন মানবতার বিরুদ্ধে ঘৃণ্য অপরাধ। তারা জাতিসংঘসহ বিশ্বশক্তিগুলোকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বানও জানান।
শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরহাদ অভিযোগ করে বলেন, ‘২০ দফা ষড়যন্ত্রমূলক প্রস্তাবের মাধ্যমে ট্রাম্প ফিলিস্তিন সংকট আরও জটিল করার চেষ্টা করছে।’ এর বিরুদ্ধে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানোর দাবি জানান তিনি।
আরও পড়ুন:
শিবিরের নেতারা মুসলিম বিশ্বকে অবিলম্বে ইসরাইলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করা এবং তাদের পণ্য বয়কটের আহ্বান জানান।
একই সঙ্গে গাজায় অবরুদ্ধ মানুষদের জন্য অবাধ মানবিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা এবং মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ারও আহ্বান জানানো হয়।
এর আগে, শাহবাগ মোড়ে একই দাবিতে মানববন্ধন ও সমাবেশ করে কমিউনিটি ফর ফিডম অ্যান্ড জাস্টিস। এসময় ফিলিস্তিনের জন্য সহায়তা পৌঁছাতে বাংলাদেশ সরকারের জোরালো পদক্ষেপ নেয়ার আহ্বান জানান সংগঠনটির নেতারা।
ফিলিস্তিনের স্বাধীনতা হরণে মানবাধিকারের আইনে জাতিসংঘের ব্যবস্থা নেয়ার দাবিও জানান বক্তারা।





