সুমুদ ফ্লোটিলায় ইসরাইলি হামলা: মুসলিম বিশ্বসহ ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ

বিক্ষোভ
বিক্ষোভ | ছবি: সংগৃহীত
0

গাজা অভিমুখে যাত্রা করা জাহাজের বহর সুমুদ ফ্লোটিলায় ইসরাইলি হামলার প্রতিবাদে বিক্ষোভের ঝড় উঠেছে মুসলিম বিশ্বসহ ইউরোপের বিভিন্ন দেশে। তুরস্কে অবস্থিত মার্কিন ও ইসরাইলি দূতাবাসের সামনে বিক্ষোভ করে হাজারো মানুষ। ফিলিস্তিনি পতাকা হাতে বিক্ষোভে নামে আর্জেন্টিনার বাসিন্দারা। এছাড়া মালয়েশিয়া, গ্রিস, তিউনেশিয়াসহ বেশ কয়েকটি দেশে প্রতিবাদ মিছিল করে শত শত মানুষ।

ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে গাজার উদ্দেশে যাত্রা করা বহুল আলোচিত সুমুদ ফ্লোটিলার বেশ কয়েকটি জাহাজ এরইমধ্যে ইসরাইলের বাধার মুখে পড়েছে। আটক করা হয়েছে জাহাজে থাকা বেশ কয়েকজন মানবাধিকার কর্মীকে। সেখান থেকে তাদের জোর করে নিয়ে যাওয়া হয় ইসরাইল উপকূলে।

নৌবহর ফ্লোটিলা আটকে দেয়ার প্রতিবাদে তুরস্কে বিক্ষোভে নামে শত শত মানুষ। এ সময় তারা ইস্তাম্বুলে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলি কনস্যুলেটের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান। ইসরাইলের বর্বরতার নিন্দা জানিয়ে ফ্লোটিলা রক্ষায় আরও কঠোর পদক্ষেপ নিতে তুরস্কের সরকারের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা।

আরও পড়ুন:

এদিকে, গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে ফিলিস্তিনপন্থিরা। এ সময় তারা সুমুদ ফ্লোটিলা ও ফিলিস্তিনের পক্ষে নানা স্লোগান দেন।

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মানবিক সহায়তার জাহাজ বহর আটকে দিয়েছে ইসরাইল। এমন অভিযোগ এনে রাস্তায় নামে তিউনিসিয়ার শত শত বাসিন্দা।

আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে বিক্ষোভে অংশ নেয় শতাধিক মানুষ। এ সময় তারা ফ্লোটিলা থেকে আটক হওয়া কর্মীদের মুক্তির দাবি জানান তারা।

এছাড়া, মালয়েশিয়া, আয়ারল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশ ইসরাইলবিরোধী বিক্ষোভে নামে। গাজায় ইসরাইলি অন্যায্য অবরোধের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম প্রতীক হয়ে উঠেছে সুমুদ ফ্লোটিলা।

সেজু