আমরা ক্রমশই কাছে এগিয়ে যাচ্ছি: ফ্লোটিলার জাহাজ থেকে শহিদুল আলম

শহিদুল আলমের ভিডিও বার্তা
শহিদুল আলমের ভিডিও বার্তা | ছবি: শহিদুল আলমের ফেসবুক
1

গাজাবাসীর সাহায্যে ত্রাণসামগ্রী বহনকারী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার (জিএসএফ) সবশেষ পরিস্থিতি জানিয়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম। আগের রাতের ইসরাইলি আক্রমণের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ক্রমশই কাছে এগিয়ে যাচ্ছি। ইসরাইলের আক্রমণে কোনো কারণেই কোনোভাবেই পেছনে যাবো না।’

আজ (বৃহস্পতিবার, ২ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক ভিডিও বার্তায় এ তথ্য জানান।

শহিদুল আলম বলেন, ‘আমরা গতকাল ঝড়ের ভেতর দিয়ে গিয়েছিলাম। কিন্তু এখন ঝড় কমেছে। ঝড়ের আগেই যাওয়ার জন্য জাহাজের ক্যাপ্টেন দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। আমরা সুমুদ ফ্লোটিলার একেবারে শেষ অংশে আছি। এর আগের ফ্লোটিলাগুলো এরই মধ্যে গাজার কাছে পৌঁছে গেছে। সামনের দিকে যেগুলো ছিল, গতকাল রাতে ইসরাইলি হানাদার বাহিনী আক্রমণ করেছিলো। কিন্তু আমাদের জাহাজ এখনও সেই জায়গায় পৌঁছায়নি।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘গতকাল সমুদ্রে তুরস্কের একটি নৌজাহাজ দেখেছিলাম, সেটি দূরেই ছিল। তবে আজকে কারা জানি না। কিন্তু আমরা ক্রমশই কাছে এগিয়ে যাচ্ছি। সেখানে অবশ্যই পৌঁছাবো। ইসরাইলের আক্রমণে কোনো কারণেই কোনোভাবেই পেছনে যাবো না। এখন সমুদ্র উত্তপ্ত, ঝড়ের আশঙ্কা রয়েছে। বৃষ্টি থেমে গেছে। আমরা আমাদের মতো চলবো।

এর আগে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি নৌযান গাজার জলসীমায় পৌঁছেছে বলে খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল-জাজিরা। মাইকেনো নামের ওই নৌযানটি দখলদার ইসরাইলের কঠোর নজরদারি উপেক্ষা করে গাজার জলসীমায় প্রবেশ করতে সক্ষম হয়েছে। একইসঙ্গে গাজা অভিমুখে রয়েছে আরও অন্তত ২৬টি নৌযান। সবগুলো নৌযান গাজার উপকূলের দিকে যাত্রা করেছে।

আরও পড়ুন:

এর আগে ভূমধ্যসাগরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অভিমুখী ত্রাণবাহী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ অন্তত ১৩টি নৌযান আটক করে ইসরাইল। এসব নৌযানে থাকা সুইডিশ জলবায়ু অ্যাকটিভিস্ট গ্রেটা থুনবার্গসহ ৩৭টি দেশের দুই শতাধিক অভিযাত্রীকে আটক করে নিজেদের বন্দরে নিয়ে গেছে দখলদার বাহিনীটি।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে অবরুদ্ধ গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এ নৌবহরে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌযান। এই বহরে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামসহ প্রায় ৪৪টি দেশের ৫০০ অভিযাত্রীর মধ্যে রয়েছে ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধিরা, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক।

আসু