খালিদ হোসেন বলেন, ‘মানুষের মধ্যে রাজনৈতিক পার্থক্য বা তর্ক-বিতর্ক থাকতেই পারে। কিন্তু একটি দেশের সরকারপ্রধানকে আরেকটি দেশে বিকৃত করে অসুর বানিয়ে উপস্থাপন করাটা খুবই অশোভন এবং অসম্মানজনক। আমরা এটার নিন্দা জানাই। যারা এ কাজগুলো করেছে, ভালো করেনি। এটা মানুষের প্রতি মানুষের সম্মান বিনষ্ট করে। বর্তমানে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা দেশের বাইরে আসেন। তারা ফিরে এলে কারা এগুলো করেছে খোঁজ নিয়ে এ বিষয়ে যা করার করবেন।’
তিনি বলেন, ‘দেশে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীরা তাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন করছে। এখনও পর্যন্ত কোনো দুর্ঘটনার খবর আসেনি। দুর্গোৎসবকে ঘিরে সরকার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।’
আরও পড়ুন:
জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নাসরুল্লাহ, কাছাইট ইসলামিয়া দাখিল মাদরাসার সভাপতি মোহাম্মদ আমির হামজা ভূইয়া ও জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেনসহ আরও অনেকে।





