প্রতিমা বিসর্জনে রাজধানীতে বাড়তি পুলিশ মোতায়েন থাকবে: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী | ছবি: এখন টিভি
1

আগামীকাল (বৃহস্পতিবার, ২ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে রাজধানীতে বাড়তি পুলিশ ফোর্স ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন থাকবে বলে জনান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ (বুধবার, ১ অক্টোবর) বিকেলে রাজধানীর বনানী পুজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মো. সাজ্জাত আলী বলেন, ‘বিসর্জনের স্থানে এরমধ্যেই অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। নগরীর বিভিন্ন ঘাট ও গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন থাকবেন বিপুল সংখ্যক পুলিশ সদস্য এবং গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘এখন পর্যন্ত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনো আশঙ্কা নেই।’

নগরবাসীকে সতর্ক করে তিনি জানান, যারা সাঁতার জানেন না, তাদের নৌকায় না ওঠাই ভালো। আর যারা নৌকায় উঠবেন তাদের অবশ্যই লাইফ জ্যাকেট ব্যবহার করার পরামর্শ দেন তিনি।

এসময় তিনি আরও জানান, রাজধানীর কোথাও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এসএস