তিনি বলেন, ‘অর্থছাড় হলেই দ্রুত টার্মিনাল বিল্ডিং নির্মাণ ও রানওয়ে সম্প্রসারণের কাজ শুরু হবে। সৈয়দপুর বিমানবন্দর আঞ্চলিক হাব করার জন্য প্রস্তাবিত ৯১২ একর জমি অধিগ্রহণ করতে অর্থছাড়ের জন্য মন্ত্রণালয়ে ডিপিপি জমা দিয়েছে বেবিচক।’
আরও পড়ুন:
এসময় দীর্ঘদিন আলোচনায় থাকার পরও কেন বিমানবন্দরের কাজ আটকে যাবার পেছনে ভূ-রাজনীতি কাজ করছে কি না, গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে বেবিচক সদস্য বলেন, ‘রাজনীতি নয় কেবল অর্থের করণেই আটকে আছে সৈয়দপুর বিমানবন্দর ঘিরে বেবিচকের পরিকল্পনা।’
এর আগে গণশুনানিতে বিমানবন্দরের সুবিধা- অসুবিধা ও এয়ারলাইন্স সংস্থা গুলোর বিষয়ে মতামত তুলে ধরে যাত্রীরা। সৈয়দপুর বিমানবন্দর থেকে চারটি বিমান সংস্থার প্রায় ২৬টি ফ্লাইট দৈনিক ঢাকা- সৈয়দপুর- ঢাকা রুটে যাত্রী পরিবহন করছে।





