আজ জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

জাতিসংঘের  সাধারণ অধিবেশন
জাতিসংঘের সাধারণ অধিবেশন | ছবি: এখন টিভি
0

জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। থাকবেন দেশের তিনটি প্রধান রাজনৈতিক দলের ছয় শীর্ষ নেতা। সূচি অনুযায়ী নিউ ইয়র্ক স্থানীয় সময় আজ (শুক্রবার, ২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় অধিবেশন শুরু হবে। প্রধান উপদেষ্টা দিনের ১০ম বক্তা হিসেবে ভাষণ দেবেন। ভাষণে আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর, গত ১৪ মাসে সরকারের নানা উদ্যোগ, সংস্কার আর গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচারের বিষয়টি বেশি গুরুত্ব পাবে। এছাড়া বাংলায় দেয়া ভাষণে রোহিঙ্গা ইস্যু ও থ্রি জিরো বিষয়টিও বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন ড. ইউনূস।

ভোট গ্রহণের সুনির্দিষ্ট সময় নির্ধারণ, নির্বাচন পদ্ধতি, বিভিন্ন বিভাগের সংস্কার আর গণহত্যাকারীদের দ্রুত বিচার করা নিয়ে দেশে রাজনৈতিক অবস্থা অনেকটাই উত্তপ্ত। নির্বাচন ঘোষিত সময়ে হবে কি-না তা নিয়েও দেশের মানুষের মধ্যে রয়েছে নানা শঙ্কা। এমনকি দীর্ঘ সময়ের মিত্র রাজনৈতিক দলগুলোর মধ্যেও ক্ষমতার মোহে তৈরি হয়েছে দূরত্ব।

দেশের রাজনীতির যখন এমন লেজেগোবরে অবস্থা তখন বিএনপি, জামায়াত আর এনসিপির ছয় শীর্ষ নেতাকে সঙ্গে নিয়ে জাতিসংঘের অধিবেশনে রয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

অধিবেশনে মূল আয়োজন ছাড়াও এখন পর্যন্ত প্রায় ২০টি দেশের রাষ্ট্র প্রধান ও বিভিন্ন আন্তর্জাতিক সামাজিক ও অর্থনৈতিক সংস্থা প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক ও সৌজন্য সাক্ষাতের পাশাপাশি বিভিন্ন সাইডলাইন ও হাই লেভেল আলোচনায় অংশ নিয়েছেন সরকার প্রধান ড. ইউনূস, তার উপদেষ্টা পরিষদ ও সফরসঙ্গী রাজনৈতিক নেতারা।

শুক্রবার জাতিসংঘ মঞ্চে বিশ্ব নেতাদের উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশের সরকার প্রধান। বাংলায় দেয়া ভাষণে তুলে ধরবেন তার সরকারের নেয়া উদ্যোগ ও আগামীর কর্ম পরিকল্পনা।

এবারই প্রথম দেশের রাষ্ট্র প্রধান ছাড়াও ভাষণের সময় জাতিসংঘ সদর দপ্তরের হলরুমে থাকার কথা রয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপির ছয় শীর্ষ রাজনৈতিক নেতার। প্রধান উপদেষ্টার ভাষণে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গত ১৪ মাসের নানা চ্যালেঞ্জ, ষড়যন্ত্র মোকাবেলার গল্প ও তা সমাধানের অভিজ্ঞতা তুলে ধরবেন ড. মুহাম্মদ ইউনূস। বিশ্ব নেতাদের শোনাবেন, দেশের কোন খাতে কতটুকু সংস্কার হয়েছে তাও।

আরও পড়ুন:

প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘তাসনিম যারা ইউথ প্রোগ্রামে আছেন। আমাদের সঙ্গে ছয়জন লিডার এসেছেন তারা স্পিচ ডেলিভারি করার সময় থাকবেন।’

প্রধান উপদেষ্টার ভাষণে সবচেয়ে গুরুত্ব পাবে আগামী বছর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে কিভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরবে সে বিষয়টি। তার ভাষণে উঠে আসবে ফেব্রুয়ারিতে কিভাবে নির্বাচন কিভাবে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক হবে সে বিষয়টিও।

প্রেস সচিব আরও বলেন, ‘উনি যেহেতু অ্যানাউন্সমেন্ট দিয়েছেন ইলেকশন ফেব্রুয়ারিতে হবে, স্বাভাবিকভাবে আমাদের বন্ধু রাষ্ট্রগুলো জানতে চায় আমাাদের ডেমোগ্রাফিক ট্রানজিশনটি কেমন হচ্ছে।’

এছাড়া গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা, রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়টিও বিশ্ব নেতাদের কাছে উপস্থাপন করবেন ড. মুহাম্মদ ইউনূস।

প্রেস সচিব বলেন, ‘আমলে ১৫ বছরে তারা বেশ কিছু ইলেকশন করেছে। সেগুলো ফেক ইলেকশন হয়েছে।’

বিশ্বনেতাদের উদ্দেশে ভাষণ দেয়ার সময় অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি ও রাজনৈতিক নেতা ছাড়াও যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশী ব‍্যবসায়ী নেতাদেরও জাতিসংঘ সদর দফতরে উপস্থিত থাকার কথা রয়েছে।

এফএস