সরকার গঠনে এগিয়ে বিএনপি, তরুণ ভোটারদের পছন্দের শীর্ষে জামায়াত, ইনোভেশন জরিপের তথ্য

বিএনপি, জামায়াত ও এনসিপির লোগো
বিএনপি, জামায়াত ও এনসিপির লোগো | ছবি: সংগৃহীত
0

বেসরকারি গবেষণা সংস্থা ইনোভেশন এক জরিপে জানিয়েছে, আগামী নির্বাচনে ৪১ দশমিক ৩ শতাংশ ভোটার বিএনপিকে ভোট দেয়ার সিদ্ধান্ত নিয়েছে, জামায়াতকে ভোট দিবে ৩০ দশমিক ৩ এবং এনসিপিকে ভোট দিবে ৪ দশমিক ১ শতাংশ। এছাড়া নির্বাচনের সুযোগ পেলে আওয়ামী লীগকে ভোট দিবে ১৮ দশমিক ৮ শতাংশ ভোটার। তবে আওয়ামী লীগ নির্বাচনের মাঠে না থাকলে সে ভোটগুলো বেশি পাবে বিএনপি।

রাজধানীর আগারগাঁওয়ে আজ (বুধবার, ২৪ সেপ্টেম্বর) ন্যাশনাল আর্কাইভ অডিটোরিয়ামে সারাদেশের ১ হাজার ৪শ ১৩ ভোটার নিয়ে এক জরিপের তথ্য তুলে ধর হয়। এতে বলা হয়, ৩৯ দশমিক ১ শতাংশ মানুষ মনে করে আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে আর ২৮ দশমিক ১ শতাংশ মানুষ মনে করে জামায়াত সরকার গঠন করবে।

আরও পড়ুন:

জরিপে বলা হয়, ৬ মাসে আওয়ামী লীগের সমর্থন বেড়েছে। তবে বিএনপি ও জামায়াতের সমর্থন সামান্য কমেছে। বিএনপি এগিয়ে আছে ৬ বিভাগে। জামায়াত এগিয়ে আছে রংপুরে এবং আওয়ামী লীগ এগিয়ে বরিশালে। জরিপ অনুযায়ী অন্যান্য দলের তুলনায় ভোটাররা জামায়াতের স্থানীয় রাজনৈতিক কার্যক্রম নিয়ে সন্তুষ্ট। এছাড়া তরুণ ভোটার এবং শিক্ষিত ভোটারদের কাছে এগিয়ে জামায়াত।

এদিকে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ চায় এবং অংশগ্রহণ চায় না সমপরিমাণ ভোটার। আগামী নির্বাচনে দলীয় প্রতীকে ১৪ দশমিক ৭ শতাংশ এবং প্রার্থীর যোগ্যতাকে বিবেচনায় নিবেন ৬৫ দশমিক ৫ শতাংশ ভোটার।

তবে সিদ্ধান্তহীনতায় থাকা অনেকেই নির্বাচনের আগে পরিবেশ বুঝে ভোট দেয়ার সিদ্ধান্ত নেবেন বলেও জানান আয়োজকরা।

ইএ