ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ড. মুহাম্মদ ইউনূস, বরিস ভ্যান বোমেল
ড. মুহাম্মদ ইউনূস, বরিস ভ্যান বোমেল | ছবি: সংগৃহীত
0

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নেদারল্যান্ডসের নবনিযুক্ত রাষ্ট্রদূত বরিস ভ্যান বোমেল। আজ (বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর) অতিথি ভবন যমুনায় এ বৈঠক হয়।

এসময় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, আসন্ন নির্বাচন এবং রোহিঙ্গা মানবিক সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

আরও পড়ুন:

রাষ্ট্রদূত ভ্যান বোমেল বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল এ সপ্তাহে বাংলাদেশে আসার কথা রয়েছে, নেদারল্যান্ডস সক্রিয়ভাবে এ মিশনকে সমর্থন করবে।’

তিনি বলেন, ‘বর্তমানে অন্যান্য চলমান ভূ-রাজনৈতিক সংঘাতের কারণে বিশ্বব্যাপী মনোযোগ অন্যদিকে সরে গেছে। তবে রোহিঙ্গা সংকট আরও বেশি আন্তর্জাতিক মনোযোগের দাবি রাখে।’

এসএস