টাঙ্গুয়ার হাওরে অনিয়ন্ত্রিত পর্যটন ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে আনতে চান উপদেষ্টা ফরিদা

টাঙ্গুয়ার হাওর পর্যটন এলাকা পরিদর্শন করেছেন উপদেষ্টা ফরিদা আখতার
টাঙ্গুয়ার হাওর পর্যটন এলাকা পরিদর্শন করেছেন উপদেষ্টা ফরিদা আখতার | ছবি: সংগৃহীত
0

টাঙ্গুয়ার হাওরে অনিয়ন্ত্রিত ট্যুরিজমের ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে আনতে হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। আজ (শনিবার, ৬ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গুয়ার হাওর পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘টাঙ্গুয়ার হাওরে যারা ঘুরতে আসেন তাদের দায়িত্বজ্ঞানহীন চলাফেরা থেকে সর্তক থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘অনেকেই হাওরে ঘুরতে এসে চিপস খাচ্ছে, সেই চিপসের প্যাকেটটা আবার হাওরের স্বচ্ছ পানিতে ফেলছে। এতে পরিবেশের ক্ষতি হচ্ছে। সেই সঙ্গে অবাধে হাওরে চলাচল করছে বড় বড় হাউসবোট। এগুলোকেও নিয়ন্ত্রণে এনে পরিবেশবান্ধব একটি ট্যুরিজম ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।’

আরও পড়ুন:

এসময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ আব্দুর রউফ, যুগ্ম সচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর প্রমুখ।

এসএইচ