জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ রাত সাড়ে ৮টায়

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস | ছবি: পিআইডি
0

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আজ (মঙ্গলবার, ৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ভাষণটি একযোগে সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার।

এর আগে, বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা। গুরুত্বপূর্ণ এ অনুষ্ঠানটিও সরাসরি সম্প্রচার করবে বিটিভি।

উল্লেখ্য, আজ ‘জুলাই গণঅভ্যুত্থানের’ প্রথম বর্ষপূর্তি। এক বছর আগে, ২০২৪ সালের এই দিনে রক্তক্ষয়ী গণবিক্ষোভের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। তার পতনের পরই গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।

আরও পড়ুন

নতুন সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার ছিল ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’ ঘোষণা করা। পূর্ব ঘোষণানুযায়ী, আজ বিকেলে পাঠ করা হবে ঐতিহাসিক ঘোষণাপত্রটি।

এনএইচ