আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির জন্য যতটুকু সম্ভব চেষ্টা করা হয়েছে: ড. ইফতেখারুজ্জামান

‘সাম্প্রতিক পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি ও পার্বত্য চুক্তি বাস্তবায়নে করণীয়’ শীর্ষক আলোচনা সভা
‘সাম্প্রতিক পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি ও পার্বত্য চুক্তি বাস্তবায়নে করণীয়’ শীর্ষক আলোচনা সভা | ছবি: এখন টিভি
0

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে যতটুকু সম্ভব চেষ্টা করা হয়েছে, তবে তা সফল হয়নি বলে মন্তব্য করেছেন ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

আজ (শুক্রবার, ২০ জুন) সকালে রাজধানীর ধানমন্ডির উইমেন্স ভলান্টারি অ্যাসোসিয়েশন (ডব্লিউভিএ) মিলনায়তনে বাংলাদেশ আদিবাসী ফোরাম আয়োজিত ‘সাম্প্রতিক পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি ও পার্বত্য চুক্তি বাস্তবায়নে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে এসব কথা বলেন তিনি।

ড. ইফতেখার বলেন, ‘পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় আরও উদ্যোগ নিতে হবে। পার্বত্য চুক্তি বাস্তবায়নের পথরেখা, কিংবা অন্তত মৌলিক কিছু ক্ষেত্রে বৈষম্যমুক্ত, সমানাধিকারভিত্তিক আদিবাসীবান্ধব সমাজ গঠনে সুনির্দিষ্ট কৌশল গ্রহণ প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। কিন্তু দুঃখজনকভাবে, তাদের অধিকার নিশ্চিত করতে এখনো অনীহা পরিলক্ষিত হচ্ছে।’

আলোচনায় অংশ নিয়ে ক্ষুদ্র জাতিসত্তার নেতারা বলেন, ভূমি বিরোধ, নিরাপত্তাহীনতা ও উচ্ছেদের মতো সমস্যা এখনো প্রকট। এসব বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। পাশাপাশি, আলোচকরা পার্বত্য চুক্তি বাস্তবায়নে দ্রুত একটি সুস্পষ্ট ও সময়াবদ্ধ রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানান।

এসএইচ